• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২৩

মোঃ জহিরুল ইসলাম চয়ন,নিজস্ব প্রতিনিধি গলাচিপা (পটুয়াখালী) থেকে:

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াত সুজন সহ শত শত নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারীরা যারা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে বিচার করতে হবে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে কালো পতাকা নিয়ে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন তারা।  

মানববন্ধন শেষে স্বরাষ্ট্র সচিব বরাবর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শামিমুর রহমান, গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া , সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, আওয়ামীলীগের ত্যাগী কর্মী এডভোকেট সঞ্জয় কুমার প্রমুখ।

উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী বার বার নির্বাচিত এমপি প্রায়তো আখম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আসম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads